ঢাকা
খ্রিস্টাব্দ

আইডিয়ালের শিক্ষার্থীরা ঢাকা সিটি কলেজের ‘সিটি’ তুলে নিয়েছেন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১.২১ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১.২১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1078724 জন

  • নিউজটি দেখেছেনঃ 1078724 জন
আইডিয়ালের শিক্ষার্থীরা ঢাকা সিটি কলেজের ‘সিটি’ তুলে নিয়েছেন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। একপর্যায়ে ঢাকা সিটি কলেজের নাম ফলক থেকে ‘সিটি’ খুলে নিয়ে যান ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।


রোববার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর এ সংঘর্ষ শুরু হয়। এতে থেমে যায় যান চলাচল। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় চলতে থাকে এ সংঘর্ষ।



আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের দাবি, তাদের তিন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা। আহতরা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তারা ল্যাবএইড হাসপাতালে ভর্তি আছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচল। ঘটনার শুরু থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে স্থানীয় থানা পুলিশ। পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।


ঢাকা সিটি কলেজের সামনে গিয়ে দেখা যায়, কলেজটির দুটি গেটের একটির ‘ঢাকা’ এবং আরেকটি গেটের ‘সিটি’ খুলে নেওয়া হয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও নাম ফলকের অংশ সংবলিত বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই পরস্পরবিরোধী লেখালেখি করে যাচ্ছেন।



ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, গত ৫ ফেব্রুয়ারি দুপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। ওইদিনের ঘটনার জেরেই আজ ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই কলেজের দুজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


তিনি বলেন, সংঘর্ষের কারণে গাড়ি চলাচল বন্ধ ছিল। এখন আবার গাড়ি চলাচল শুরু হয়েছে। একইসঙ্গে পরবর্তী সময়ে যেন ফের সংঘর্ষ না বাধে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১.২১ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১.২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ