ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে আলোচিত মিজান হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | শিবচর, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৪১ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৪১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1071662 জন

  • নিউজটি দেখেছেনঃ 1071662 জন
শিবচরে  আলোচিত মিজান হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের শিবচরে  আলোচিত ভ্যান চালক মিজানুর রহমান গাজী(২০) হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্বজনরা ‌।  মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে মোঃ সজীব খান এর নেতৃত্বে  ফায়ার সার্ভিস থেকে উপজেলা পরিষদ কার্যালয় হয়ে শিবচর পৌর শহরের সড়ক ৭১ প্রদক্ষিণ করে সাবেক প্রেস ক্লাবে এসে বক্তব্য দেন সজীব খান তিনি বলেন এই হত্যা মামলার আসামিদের অবিলম্বে ফাঁসি কার্যকর করতে হবে এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন ভিকটিমের মা মলিনা বেগম উপস্থিত এলাকার হাজার হাজার নারী ও পুরুষ।


এর আগে গেলো শুক্রবার  ৭ ফেব্রুয়ারি সকালে  উপজেলার কাদিরপুর ইউনিয়নের পবন মোড়লের চর কান্দি গ্রামে সামাদ মৃধার ভুট্টা ক্ষেতের ভিতর থেকে গলা কাটা রক্তাক্ত অবস্থায়  মিজানুর রহমান গাজী নামের ভ্যান চালকের লাশ  উদ্ধার করে পুলিশ।


নিহত মিজানুর রহমান শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামের লাভলু গাজীর ছেলে। তিনি শিবচর পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্নে ভাড়া বাসায় বসবাস করতেন। মাত্র দুই সপ্তাহ আগে মিজান দাম্পত্য জীবন শুরু করেছিলেন।


এদিকে এ ঘটনায় করা মামলায়, অভিযুক্ত আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | শিবচর, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৪১ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ