ঢাকা
খ্রিস্টাব্দ

কুয়েটে তাদের ওপর হামলা হয়েছে বলে ছাত্রদল সভাপতির অভিযোগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২.২১ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২.২১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1047258 জন

  • নিউজটি দেখেছেনঃ 1047258 জন
কুয়েটে তাদের ওপর হামলা হয়েছে বলে ছাত্রদল সভাপতির অভিযোগ
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বৈষম্যবিরোধী নামধারী গুপ্ত সংগঠনের নির্দেশে ছাত্রদলের ওপর হামলা করা হয়েছে। দেশে আর কোনো মব কালচার চলবে না।


এছাড়া ছাত্রদল হচ্ছে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা।’ গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ  জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য নবায়ন ও গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা সেখানে সিসি ক্যামেরা বিশ্লেষণের মাধ্যমে তদন্তের দাবি জানাচ্ছি।


যে বা যারাই জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একটি মহল ছাত্রদলের ইমেজ ক্ষুণ্ন করার চেষ্টা করছে। একটা গোষ্ঠী গুপ্ত সংগঠনের ওপর ভর করে ছাত্রদলকে হুমকি দিচ্ছে। যারাই ঐক্য বিনষ্ট করবে তারাই ফ্যাসিবাদের পুনর্বাসন করবে এবং বৃহৎ ঐক্য বজায় রাখবে ছাত্রদল।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২.২১ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২.২১ পূর্বাহ্ন