ঢাকা
খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ শহিদুল ইসয়াম | সংবাদদাতা
টাঙ্গাইল
শুক্রবার, ০২ মে ২০২৫, ৩.০১ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০২ মে ২০২৫, ৩.০১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 788833 জন

  • নিউজটি দেখেছেনঃ 788833 জন
টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত
- ছবি সংবাদদাতা প্রেরিত।

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মে দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে মে দিবস পালিত হয়।


জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমেদ বেলাল প্রমুখ।


এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে, সকাল ১১ টার দিকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা মে দিবস উদযাপন কমিটির আহবায়ক শ্যামল হোড়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা রিকশা ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আলী ইমাম তপন, বিএনপি নেতা জিয়াউল হক শাহীন, মেহেদী হাসান আলীম, মে দিবস উদযাপন কমিটির সদস্য সচিব মোমিনুল ইসলাম লাবলু প্রমুখ।


এ সময় নেতাকর্মীরা ১৪ দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন। দাবিগুলো তারা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান করেন। এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে পৌর উদ্যানে মিলিত হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ শহিদুল ইসয়াম | সংবাদদাতা
টাঙ্গাইল
শুক্রবার, ০২ মে ২০২৫, ৩.০১ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০২ মে ২০২৫, ৩.০১ অপরাহ্ন