ঢাকা
খ্রিস্টাব্দ

একই ব্যক্তির হাতে ভিসি ও রেজিস্ট্রারের দায়িত্ব

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বরিশাল
রবিবার, ০৪ মে ২০২৫, ১.২০ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ০৪ মে ২০২৫, ১.২০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 785036 জন

  • নিউজটি দেখেছেনঃ 785036 জন
একই ব্যক্তির হাতে ভিসি ও রেজিস্ট্রারের দায়িত্ব

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব উপাচার্য (ভিসি) অধ্যাপক শূচিতা শরমিন নিজ কাঁধে তুলে নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


বিশ্ববিদ্যালয়ে বর্তমান পরিস্থিতি সমাধানকল্পে সিন্ডিকেটের ৮৮তম সভা আহ্বান করা হয়েছে। সে অনুযায়ী ঢাকার অতিথিশালায় (গেস্টা হাউস) এই বিশেষ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। সেখানে অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে স্বপদে ফেরানোর বিষয়ে আদালতে নির্দেশনা অনুসরণের সিদ্ধান্ত হয়েছে। ওই সভায় শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় যারা মুচলেকা দেবেন তাদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ফ্যাসিবাদ ও স্বৈরাচারের সমর্থক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিষয়ে এক সদস্য কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।


রেজিস্ট্রার গত ১ ফেব্রুয়ারি অবসরে গেছেন। কিন্তু এখনো তিনি রেজিস্ট্রারের সব দায়িত্ব পালন করছেন। সরকারি সুযোগ-সুবিধা আগের মতোই ভোগ করছেন। উপাচার্যের নির্দেশে তার একান্ত সচিব মো. মিজানুর রহমান ৩০ জানুয়ারি এক আদেশ দিয়েছেন। সেই লিখিত আদেশে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে পিআরএল স্থগিতের পাশাপাশি সাময়িকভাবে কাজ চালিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। তবে সেই আদেশের কপি অফিশিয়াল কারো কাছে ছিল না। সিন্ডিকেটের একাধিক সদস্য বলেন, রেজিস্ট্রারের এলপিআর গ্রহণ করে তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। রেজিস্ট্রার নিয়োগ না হওয়া পর্যন্ত উপাচার্য ওই পদের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে সিন্ডিকেটকে অবহিত করেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বরিশাল
রবিবার, ০৪ মে ২০২৫, ১.২০ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ০৪ মে ২০২৫, ১.২০ পূর্বাহ্ন