ঢাকা
খ্রিস্টাব্দ

তীব্র দাবদাহে পুড়ছে রংপুর , রাস্তা-ঘাট ফাঁকা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রংপুর
শুক্রবার, ০৯ মে ২০২৫, ৮.০৮ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০৯ মে ২০২৫, ৮.০৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 743715 জন

  • নিউজটি দেখেছেনঃ 743715 জন
তীব্র দাবদাহে পুড়ছে রংপুর , রাস্তা-ঘাট ফাঁকা

দুদিনের বৃষ্টিপাতের পর আবার রংপুর অঞ্চলের প্রকৃতি দাবদাহে পুড়তে শুরু করেছে। আকাশে মেঘের ছিটে ফোঁটা নেই। তপ্ত রোদের কারণে রাস্তা-ঘাট প্রায় ফাঁকা। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। দাবদাহে হাঁসফাঁস করছে মানুষ। 


আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মে মাসে রংপুর অঞ্চলে সাধারণত কমবেশি বৃষ্টিপাত হয়ে। কখনও কখনও টানা কয়েদিন বৃষ্টি হয়। এবার কয়েকদিন আগে বৈশাখী ঝড় হয়েছে। সেই সাথে ২/৩ দিন বৃষ্টি হয়েছে গত সপ্তাহে। বৃহস্পতিার থেকে প্রকৃতি আবারও তপ্তহয়ে উঠেছে। বৃহস্পতিবার চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রংপুরে। শুক্রবার দুপুর তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। 


শুক্রবার দুপুরে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেয়া গেছে পথিকের জন্য সড়কগুলো খাঁ-খা করছে। লোকজন নেই বললেই চলে। এদিকে অস্বাভাবিক আবহাওয়ার কারণে মানুষজনের মধ্যে জ্বর, সর্দিসহ নানান রোগবালাই দেখা দিয়েছে। 


রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, বৃষ্টিপাতের আভাস রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমবে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রংপুর
শুক্রবার, ০৯ মে ২০২৫, ৮.০৮ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০৯ মে ২০২৫, ৮.০৮ অপরাহ্ন