ঢাকা
খ্রিস্টাব্দ

শুটিং সেটে আহত তটিনী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১২ মে ২০২৫, ১.৪০ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ১২ মে ২০২৫, ১.৪০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 739332 জন

  • নিউজটি দেখেছেনঃ 739332 জন
শুটিং সেটে আহত তটিনী

কয়েক দিন ধরে চট্টগ্রামে আসন্ন ঈদের একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তানজিম সাইয়ারা তটিনী। সেখানে শুটিং করতে গিয়ে আজ রবিবার গুরুতর আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী। তথ্যটি নিশ্চিত করেছেন তারই সহশিল্পী তৌসিফ মাহবুব।



জানা গেছে, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে ‘মন মঞ্জিলে’ নামের একটি নাটকের শুটিং করছিলেন তটিনী ও তৌসিফ।



শুটিং চলাকালীন সময়ে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অসাবধানতাবশত শুটিংয়ের একটি লাইটস্ট্যান্ড তটিনীর ওপরে পড়ে যায়। এতে মাথায় গুরুতর চোট পান অভিনেত্রী। এরপর তাকে দ্রুত পাশে অবস্থিত ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়।


অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘আমরা ঈদের একটি নাটকের শুটিং করছিলাম চট্টগ্রামে।



আজকে সন্ধ্যায় সেটের একটি লাইটস্ট্যান্ড তটিনীর মাথার ওপরে পড়ে। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে এসেছি। আপাতত ভালো আছে সে।’

চিকিৎসক জানিয়েছেন, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন।



তারা পর্যবেক্ষণে রেখেছেন। কথা বলতে নিষেধ করেছেন তাকে। ঈদুল আজহার জন্য নিমিত এ নাটকটি নির্মাণ করছেন হাসিব হোসাইন রাখি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১২ মে ২০২৫, ১.৪০ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ১২ মে ২০২৫, ১.৪০ পূর্বাহ্ন