ঢাকা
খ্রিস্টাব্দ

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্সেস ও মিডওয়াইফ দিবস উদযাপন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ১২ মে ২০২৫, ১১.৪৪ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১২ মে ২০২৫, ১১.৪৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 735642 জন

  • নিউজটি দেখেছেনঃ 735642 জন
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্সেস ও মিডওয়াইফ দিবস উদযাপন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

সোমবার (১২ মে) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস ও মিডওয়াইফারী ডে। 


এ উপলক্ষে সকল সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফদের উপস্থিতিতে কেক কাটেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি। 


এ সময় ডা. জিতি তার বক্তব্যে বলেন, "হাসপাতালের প্রাণ হলো নার্স ও মিডওয়াইফগণ।নার্সরা একটু হাসিমুখে রোগীর সাথে কথা বললে রোগীর অর্ধেক রোগ ভালো হয়ে যায়। 


আমি জানি আপনারা অনেক ভালো কাজ করছেন। আশা রাখছি ভবিষ্যতেও সেবার মানসিকতা নিয়ে কাজ করে যাবেন। 


সবশেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি সকল সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফদের প্রতি তাদের দায়িত্বশীল আচরণ ও সামগ্রিক আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


উল্লেখ্য প্রতিবছর ১২ মে তারিখে আন্তৰ্জাতিক নার্স দিবস সমগ্র বিশ্বে পালন করা হয়। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার মাৰ্গদৰ্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন - নার্সিং একটি পেশা নয় সেবা। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্ৰতি শ্ৰদ্ধা জানাবার সাথে বিশ্বের ধাত্রীদের রোগীদের প্ৰতি দেওয়া স্বাস্থ্যসেবার জন্য কৃতজ্ঞতা প্ৰকাশ করা হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ১২ মে ২০২৫, ১১.৪৪ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১২ মে ২০২৫, ১১.৪৪ অপরাহ্ন