ঢাকা
খ্রিস্টাব্দ

বিনা কারণে বউকে তালাক, ইমামের মুখে নেই জবাব

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
গাইবান্ধা
রবিবার, ১৮ মে ২০২৫, ১২.৪৩ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ১৮ মে ২০২৫, ১২.৪৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 672523 জন

  • নিউজটি দেখেছেনঃ 672523 জন
বিনা কারণে বউকে তালাক, ইমামের মুখে নেই জবাব
ছবি : সংবাদদাতা প্রেরিত।

রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক ইমামের বিরুদ্ধে তার স্ত্রীকে বিনা কারণে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে। বিস্ময়ের বিষয় হলো, এ তালাকের পেছনে কারণ জানতে চাইলে স্বয়ং ইমামই কোনো জবাব দিতে পারেননি।


ভুক্তভোগী স্ত্রী মোছাঃ হিরা মনি (২২) জানান, ২০২১ সালের ১৮ মে স্থানীয় এক মসজিদের ইমাম মোঃ নজরুল ইসলামের সঙ্গে ধর্মীয় রীতিতে বিয়ে হয় তাঁর। সংসার জীবনে একসময় কন্যা সন্তানের জন্মও হয়। সবকিছু ভালো চললেও বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় যৌতুকের চাপ, যা ধীরে ধীরে গৃহনির্যাতনে রূপ নেয়।


হিরা মনির অভিযোগ, তাঁর শাশুড়ি ও ননদের প্ররোচনায় স্বামী নজরুল ইসলাম তাঁর কাছে তিন লক্ষ টাকা যৌতুক দাবি করেন। পিতার পক্ষে এই টাকা দেওয়া সম্ভব নয় জানালে শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। একপর্যায়ে তাঁকে শিশু সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়।


পরিবারের চেষ্টায় দুই পক্ষের মাঝে পুনর্মিলনের চেষ্টা হয়। কিন্তু গত ৮ নভেম্বর এক বৈঠকে নজরুল ইসলাম স্পষ্ট জানিয়ে দেন—যৌতুক না পেলে তিনি সংসার করবেন না। অবশেষে, তিনি তালাক দিয়ে সম্পর্কের ইতি টানেন।


কিন্তু তালাকের সুনির্দিষ্ট কারণ জানতে চাইলে ইমাম নজরুল ইসলাম কোনো জবাব দিতে পারেননি। প্রশ্নের মুখে তিনি ছিলেন নিরব ও বিমর্ষ। বর্তমানে হিরা মনি তাঁর সন্তানসহ বাবার বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন। 


এ বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন ধর্মীয় নেতা হিসেবে একজন ইমামের এমন আচরণে নিন্দা প্রকাশ করেছেন অনেকেই। সংবাদের আরো বিস্তারিত আসছে ২য় পর্বে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
গাইবান্ধা
রবিবার, ১৮ মে ২০২৫, ১২.৪৩ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ১৮ মে ২০২৫, ১২.৪৩ পূর্বাহ্ন