ঢাকা
খ্রিস্টাব্দ

দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা এলে তা প্রকাশ্যে এনে পদক্ষেপ নেবে সরকার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিশেষ প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ২৫ মে ২০২৫, ১২.০৮ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ২৫ মে ২০২৫, ১২.০৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 652790 জন

  • নিউজটি দেখেছেনঃ 652790 জন
দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা এলে তা প্রকাশ্যে এনে পদক্ষেপ নেবে সরকার
ছবি : সংগৃহীত

অর্ন্তবর্তীসরকারের ওপর অর্পিত দায়িত্বে বাধা এলে জনসমক্ষে তা উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া স্ট্যাটাসে তা জানানো হয়। ওই স্ট্যাটাসে অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদের আজকের (গতকালের) অনির্ধারিত বৈঠকের বিষয়ে জানানো হয়। তাতে বলা হয়, বৈঠকে অন্তর্র্বতীকালীন সরকারের ওপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব (নির্বাচন, সংস্কার ও বিচার) বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দাওয়া, উদ্দেশ্যপ্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে এতে বিস্তারিত আলোচনা হয়।


রাজধানীর শের-ই-বাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার পর পূর্ব ঘোষণা ছাড়াই ১৯ জন উপদেষ্টার অংশগ্রহণে রুদ্ধদ্বার এ বৈঠক অনুষ্ঠিত হয়।


‘দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এ দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ’ এও যোগ করা হয় স্ট্যাটাসে।


এ বিষয়ে অর্ন্তবর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে বলে জানানো হয়েছে। আরও বলা হয়, ‘শত বাধার মাঝেও গোষ্ঠীস্বার্থকে উপেক্ষা করে অন্তর্র্বতী সরকার তার ওপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্তগ্রহণ করবে।


অর্ন্তর্র্বতীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে। কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত— করে এমন কর্মকান্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োাজনয়ি সিদ্ধান্ত গ্রহণ করবে।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিশেষ প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ২৫ মে ২০২৫, ১২.০৮ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ২৫ মে ২০২৫, ১২.০৮ পূর্বাহ্ন