ঢাকা
খ্রিস্টাব্দ

৫ আগস্টের পর রাজনীতিতে আসা ব্যক্তিরা নির্বাচন চায় না: আমীর খসরু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ৩১ মে ২০২৫, ১১.১৬ অপরাহ্ন

আপডেট : শনিবার, ৩১ মে ২০২৫, ১১.১৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 630013 জন

  • নিউজটি দেখেছেনঃ 630013 জন
৫ আগস্টের পর রাজনীতিতে আসা ব্যক্তিরা নির্বাচন চায় না:  আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, যারা নির্বাচনে যেতে চায় না, তারা গণতন্ত্রের ধারায় নয় বরং বিশেষ প্রক্রিয়ায় রাজনীতিতে এসেছে।


শনিবার (৩১ মে) জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, গণতান্ত্রিক ৫২টি দল ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়। যারা নির্বাচন চায় না, তারা সবাই ৫ আগস্টের পর রাজনীতিতে এসেছে। খসরু বলেন, এই দলগুলো একটি পরিকল্পিত ও নিয়ন্ত্রিত রাজনীতির অংশ। তারা জনগণের প্রতিনিধিত্ব করে না। তারা গণতন্ত্রকে ভয় পায়। কারণ নির্বাচন হলে তাদের জায়গা থাকবে না। আলোচনা সভায় আমীর খসরু আরও বলেন, এখন যারা নির্বাচন চায় না, তারা আসলে ক্ষমতায় থাকার জন্য জনগণকে বাদ দিয়ে পেছনের দরজার পথ বেছে নিয়েছে। কিন্তু দেশের মানুষ এখন আর সেই পথ মেনে নেবে না। একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া এই দেশ চলতে পারে না।


তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। দেরি মানেই জনরোষ। আর যদি কেউ গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চায়, তবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিরোধ করা হবে। কোনো দল যদি ৫ আগস্টের পরে রাজনীতিতে আসে, তার মানে তারা গণতন্ত্রের ধারায় আসেনি। তারা এসেছে অন্য কোনো শক্তির ছত্রচ্ছায়ায়। দেশের মানুষ এখন এসব বোঝে। নির্বাচন এড়ানোর চেষ্টা মানেই গণতন্ত্রকে অবজ্ঞা করা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ৩১ মে ২০২৫, ১১.১৬ অপরাহ্ন
আপডেট : শনিবার, ৩১ মে ২০২৫, ১১.১৬ অপরাহ্ন