ঢাকা
খ্রিস্টাব্দ

আত্রাইয়ে শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নাসির উদ্দীন চঞ্চল | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আত্রাই, নওগাঁ
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ৯.৫৪ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ৯.৫৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 922210 জন

  • নিউজটি দেখেছেনঃ 922210 জন
আত্রাইয়ে শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের হেনস্তার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডলের  অপসারণ ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাবকরা।


মঙ্গলবার(৮ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এই সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ অভিবাবকরা উপস্থিত ছিলেন। 


মানববন্ধনে বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক  ছাত্রীরা বলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্লাসরুমে এসে অনেক এলোমেলো কথা বলে যেগুলো নিয়ে ছাত্ররা বাহিরে আমাদের অনেক বাজে বাজে কথা বলে। 


আরেক ছাত্রী বলেন স্যার ক্লাসে আসলে ছেলেদের দিকে না গিয়ে সবসময় আমাদের দিকে আসে। গায়ে হাত দেই আমাদের পাশে এসে বসে এবং বলে তোমার চুল সামনে কেন এমন বিভিন্ন বাজে বাজে কথা বলে। এই স্যারের চরিত্র খারাপ স্যারের শাস্তি কামনা করছি। 



 ছাত্র আলিফ বলেন, আমাদের ক্লাস ক্যাপ্টেনের কাছে আমরা টাকা তুললে সেটা হেড স্যার  নিয়ে নেই। স্যারকে বললে বলে এই টাকা বিভিন্ন কাজে খরচ হয়েছে। 


ছাত্র অবিভাবক ও বান্দাইখাড়া ডিগ্রি কলেজের প্রভাষক ডাঃ আকরাম সরদার বলেন বিদ্যালয় মানুষ গড়ার কারিগর। শিক্ষক শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলে কিন্তু সেই শিক্ষার্থীরা যখন কোন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ করে এবং চরিত্রহীন শিক্ষকের শাস্তির দাবীতে মানববন্ধন করে সেটা অত্র এলাকা সহ শিক্ষা অঙ্গনের জন্য লজ্জার বিষয়। তার বিরুদ্ধে আগেও জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে ছাত্র-ছাত্রীরা লিখিত অভিযোগ জানালেও তারা তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ার ফলে শিক্ষার্থীরা আজ এমন মানববন্ধনের আয়োজন করছে। একইসাথে তারা এটা আশা করেন প্রধান শিক্ষকের অবহেলার বিদ্যালয়ের পড়াশোনার মান ও হয়েছে এখন খারাপ। প্রশাসনের সুনজর কামনা করে তারা বলেন বিদ্যালয়ের সকল সমস্যা দ্রুত সমাধান করে বিদ্যালয় আবার আগের সুনাম নিয়ে আসবে এলাকাবাসী এটাই আশা করে।


এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন বলেন,আমি শুনেছি অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই আইনী ব্যবস্থা নেওয়া হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নাসির উদ্দীন চঞ্চল | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আত্রাই, নওগাঁ
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ৯.৫৪ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ৯.৫৪ অপরাহ্ন