ঢাকা
খ্রিস্টাব্দ

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকসহ ৬০ ড্রাম সয়াবিন তেল ছিনতাই

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
শুক্রবার, ৩০ মে ২০২৫, ৯.১৩ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ৩০ মে ২০২৫, ৯.১৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 630314 জন

  • নিউজটি দেখেছেনঃ 630314 জন
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকসহ ৬০ ড্রাম সয়াবিন তেল ছিনতাই
ছবি : সংবাদদাতা প্রেরিত।

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের চালক ও হেলপারের হাঁত-পা বেঁধে ট্রাকসহ ৬০ ড্রাম সয়াবিন তেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে মারধর করে আহত করা হয়েছে।


শুক্রবার (৩০ মে) বেলা সাড়ে ১২ টার দিকে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।


আহতরা হলেন-  নওগাঁ সদর উপজেলার আলাউদ্দিনের ছেলে আলামিন, বাবু মিয়ার ছেলে টিটু। এদের মধ্যে আলামিন ট্রাক চালক ও টিটু হেলপার ছিলেন।


জানা যায়, গত ৩০ মে বৃহস্পতিবার আয়াত এন্টারপ্রাইজের দুইটি ট্রাক সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম থেকে বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশ্যে রওনা হন। তারমধ্যে (ঢাকা মেট্রো ট-২৪-৪৮২৯) নাম্বারের একটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুরে একটি ওভার ব্রিজে উঠলে রাত ৩ টার দিকে একদল ছিনতাইকারী ট্রাকটি গতিরোধ করে এবং চালক ও হেলপারের হাত-পা বেঁধে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। পরে অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাক চালক ও হেলপারকে মাধপর করে আহত অবস্থায় বিজ্রের অদূরে ফেলে রেখে যায়। এরপর সাড়ে ৪ টার দিকে টহলত পুলিশ আহত অবস্থায় তাদের দেখে উদ্ধার করে। বিষয়টি ট্রাক মালিককে জানায় তারা।


এ ঘটনায় ট্রাক মালিক সনি জানান, বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সয়াবিন তেলের ড্রাম লোড করে একসঙ্গে রওনা হয় বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশ্যে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে ৬০ ড্রাম সয়াবিন তেলসহ একটি ট্রাক টাঙ্গাইলের মির্জাপুরের একটি ওভার ব্রিজের ওপর ছিনতাইয়ের কবলে পড়ে। পরে চালক এবং হেলপারকে ব্রিজের ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে আহত অবস্থায় তাদেরকে ফেলে রেখে ছিনতাইকারীরা ট্রাক ও সয়াবিন তেল নিয়ে পালিয়ে যায়।


তিনি আরও জানান, ৬০ ড্রামে ১১ হাজার ৪০০ কেজি সয়াবিন তেল রয়েছে, যার আনুমানিক দাম প্রায় ২০ লাখ টাকা।


এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে ট্রাক চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
শুক্রবার, ৩০ মে ২০২৫, ৯.১৩ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ৩০ মে ২০২৫, ৯.১৩ অপরাহ্ন