ঢাকা
খ্রিস্টাব্দ

রায়পুরায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাদ্দাম উদ্দিন রাজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নরসিংদী
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০.৪০ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০.৪০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 545258 জন

  • নিউজটি দেখেছেনঃ 545258 জন
রায়পুরায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
ছবি : সংবাদদাতা প্রেরিত।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। 


মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকেরা অংশগ্রহণ করেন।


কর্মসূচিতে বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম, কামরুন্নাহার, জুয়েল ভৌমিক, মোমেন মিয়া, দিদার হোসেন, তাজিন ইসলাম প্রমূখ। 


বক্তারা বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য সহকারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ চাকরি জাতীয়করণ, পদমর্যাদা বৃদ্ধি, বেতন কাঠামো উন্নয়নসহ দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো এখনো বাস্তবায়ন হয়নি। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।


তারা আরও বলেন, দ্রুত দাবি মেনে নেওয়া না হলে, দাবি বাস্তবায়নের জন্য স্বাস্থ্য সহকারীরা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।


প্রসঙ্গত, কর্মসূচির সময় কোনো স্বাস্থ্যসেবা ব্যাহত না হয় সেজন্য জরুরি সেবা চালু রাখা  হয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাদ্দাম উদ্দিন রাজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নরসিংদী
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০.৪০ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০.৪০ অপরাহ্ন