ঢাকা
খ্রিস্টাব্দ

বাংলাদেশে যাত্রা শুরু করল ‘গুগল পে’

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
ঢাকা
বুধবার, ২৫ জুন ২০২৫, ১.০৩ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ২৫ জুন ২০২৫, ১.০৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 547748 জন

  • নিউজটি দেখেছেনঃ 547748 জন
বাংলাদেশে যাত্রা শুরু করল ‘গুগল পে’

দেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ সেবার উদ্বোধন করেন।


গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এই আধুনিক লেনদেন ব্যবস্থা চালু করেছে সিটি ব্যাংক পিএলসি। ব্যাংকটির মাধ্যমে গুগল পের সঙ্গে যুক্ত হওয়া বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে ইতিহাস গড়েছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ ডি’অ্যাফেয়ার্স) ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।


এছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা।


সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, ‘এই অংশীদারত্ব বাংলাদেশের ভবিষ্যতমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন। কীভাবে কাজ করবে গুগল পে: প্রথম ধাপে শুধুমাত্র সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল পে ব্যবহার করতে পারবেন।


ব্যবহারকারীদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘গুগল পে’ অ্যাপ ডাউনলোড করে তাতে তাদের কার্ড যুক্ত করতে হবে। এরপর যেকোনো দোকান, রেস্তোরাঁ বা পয়েন্ট-অব-সেল (পিওএস) টার্মিনালে ফোন ট্যাপ করেই নিরাপদ ও তাৎক্ষণিক লেনদেন করা যাবে। এই সেবার মাধ্যমে গ্রাহকরা দেশে ও বিদেশে কার্ড বহন ছাড়াই সহজ, দ্রুত ও ঝুঁকিমুক্ত অর্থ পরিশোধ করতে পারবেন। গুগল পে লেনদেনে কোনো অতিরিক্ত ফি নেয় না এবং নিরাপত্তার জন্য কার্ড নম্বরের পরিবর্তে ‘টোকেন’ ব্যবহার করে; যা গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখে।


সিটি ব্যাংক জানিয়েছে, ভবিষ্যতে দেশের অন্যান্য ব্যাংক এই প্ল্যাটফর্মে যুক্ত হলে গুগল পে-এর পরিসর আরও বিস্তৃত হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
ঢাকা
বুধবার, ২৫ জুন ২০২৫, ১.০৩ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ২৫ জুন ২০২৫, ১.০৩ পূর্বাহ্ন