ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম

মিরসরাইয়ে ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা
সোমবার, ৩০ জুন ২০২৫, ৭.৩৬ অপরাহ্ন

আপডেট : সোমবার, ৩০ জুন ২০২৫, ৭.৪৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 522661 জন

  • নিউজটি দেখেছেনঃ 522661 জন
মিরসরাইয়ে ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ
- সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খালেদা বেগম।


চট্টগ্রামের মিরসরাই পৌর এলাকায় ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ি ভাড়া না দিয়ে উল্টো প্রাণনাশের হুমকি ও হামলার অভিযোগ উঠেছে।


সোমবার (৩০ জুন) বিকাল ৩টায় মিরসরাইয়ের স্থানীয় একটি রেস্তোরাঁয়  এক সংবাদ সম্মেলনে খালেদা বেগম নামের এক গৃহকর্ত্রী অভিযোগ করেন, “২০০৭ সালে আমি জমি ক্রয় করে বসতবাড়ি নির্মাণ করি। পরে বাসা ভাড়ার জন্য দেই। কিন্তু বর্তমান ভাড়াটিয়া বাসা খালি তো করেই না, উল্টো আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।


তিনি আরও বলেন, ‘পৌর আদালতে দায়ের করা মামলায় আমার পক্ষে রায় এসেছে। রায় অনুযায়ী বাসাটি খালি করে দেওয়ার কথা। কিন্তু ভাড়াটিয়া সকিনা বেগম এবং তার পক্ষের লোকজন আমাদের ওপর হামলা চালায়। সকিনার পক্ষে স্বঘোষিত জামায়াতকর্মী সাইদুল ইসলাম ও মুসলিম নামের দুই ব্যক্তি আমাদের প্রাণনাশের হুমকি দেয়। 


অভিযুক্ত সখিনা বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি।


এদিকে জামায়াতের মিরসরাই পৌর শাখার আমীর শিহাব উদ্দিন বলেন, ‘ঘটনার সঙ্গে জামায়াতের কোনও নেতাকর্মী জড়িত নয়। যারা জড়িত, তারা ব্যক্তি পরিচয়ে এসব ঘটাচ্ছে।’


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো: শহীদুল ইসলাম,  সেলিনা আক্তার,  রহিমা বেগম, রিজিয়া বেগম প্রমুখ।


এ বিষয়ে আইনগত সহায়তার জন্য খালেদা বেগম প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা
সোমবার, ৩০ জুন ২০২৫, ৭.৩৬ অপরাহ্ন
আপডেট : সোমবার, ৩০ জুন ২০২৫, ৭.৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ