ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে শুরু হয়েছে এক সপ্তাহব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষ মেলা-২০২৫

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১.১৪ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১.১৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 522619 জন

  • নিউজটি দেখেছেনঃ 522619 জন
শিবচরে শুরু হয়েছে এক সপ্তাহব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষ মেলা-২০২৫
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের শিবচরে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসব মুখোর পরিবেশে শুরু হয়েছে জাতীয় ফল ও ফলদ বৃক্ষ মেলা-২০২৫। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভিন খানম। উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন সহকারী  কমিশনার (ভূমি)ও পৌর প্রশাসক,



শাইখা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা, বন বিভাগের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা।


মেলায় কৃষকদের উৎপাদিত দেশীয় এবং জাতীয় পর্যায়ের নানা জাতের ফল ও চারা প্রদর্শন করা হয়েছে। আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, নারকেলসহ বিভিন্ন ফল এবং ফলদ বৃক্ষের চারাসহ ১০টিরও বেশি স্টল বসেছে মেলায়।


সাধারণ জনগণের মাঝে পুষ্টির গুরুত্ব ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের উপকারিতা তুলে ধরতে  সচেতনতামূলক বার্তা দেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম । এছাড়াও মেলায় শিশু-কিশোরদের জন্য বিভিন্ন রাইড, কসমেটিক পণ্যের স্টল এবং মুখরোচক খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।


আয়োজকরা জানান, এই মেলার মূল উদ্দেশ্য হলো স্থানীয় কৃষকদের ফল চাষে উৎসাহিত করা, পুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা।


মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ১০ জুলাই পর্যন্ত এ মেলা চলবে, তবে প্রয়োজন হলে আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১.১৪ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১.১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ