ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুটি বাসের সংঘর্ষে আহত ৫

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ৮.৫৯ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০৬ জুলাই ২০২৫, ৮.৫৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 508895 জন

  • নিউজটি দেখেছেনঃ 508895 জন
শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুটি বাসের সংঘর্ষে আহত ৫
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুর জেলার শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের  দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫ জন। 


রোববার(৬ জুলাই-২০২৫) সকাল ১১টার দিকে ভাঙ্গামুখী লেনের শিবচরের পাঁচ্চরে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানায়, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা স্টার পরিবহনের একটি যাত্রীবাহী বাস। শিবচরের পাঁচ্চর গোলচত্ত্বরে আসলে ইতালী এক্সপ্রেসের অপর একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় স্টার পরিবহনের সামনের অংশ ও ইতালী এক্সপ্রেসের পেছনের অংশ। আহত হয় বাসের অন্তত ৫ জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।


মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনা কবলিত ইতালী এক্সপ্রেসটি পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে চলে গেছে। আর ঘাতক স্টার পরিবহনের বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। পালিয়ে গেছে বাসের চালক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ৮.৫৯ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০৬ জুলাই ২০২৫, ৮.৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ