ঢাকা
খ্রিস্টাব্দ

বরিশাল বোর্ডে পিরোজপুর জেলা এবারও শীর্ষে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১১.৫২ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১১.৫২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 490120 জন

  • নিউজটি দেখেছেনঃ 490120 জন
বরিশাল বোর্ডে পিরোজপুর জেলা এবারও শীর্ষে
ছবি : সংবাদদাতা প্রেরিত।

সদ্য ঘোষিত এসএসসি পরিক্ষার ফলাফলে বরিশাল বোর্ডে পাসের হারের দিক থেকে গত বছরের মতো এবারেও পিরোজপুর জেলা সবার শীর্ষে রয়েছে। আর সবার নীচের অবস্থানে রয়েছে বরগুনা জেলা।


বৃহস্পতিবার (১০ম জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মে. ইউনুস আলী সি‌দ্দিকী। এসময় উপ‌স্থিত ছিলেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি. এম. শহীদুল ইসলাম।


তিনি জানান, এ বছর গড় পাশের হারে পিরোজপুর জেলার অবস্থান রয়েছে সবার শীর্ষে। এ জেলায় মোট পাশের হার ৬৫ দশমিক ৩৮ শতাংশ।


তবে গত বছরের থেকে এবারে এ জেলাসহ সকল জেলার পাশের হার অনেক কম। পিরোজপুর জেলায় গত বছর পাশের হার ছিল ৯০.৯৭ শতাংশ।

এরপর দ্বিতীয় অবস্থানে থাকা বরিশাল জেলার পাশের হার ৫৭ দশমিক ২০, যা গত বছর ছিল ৯০ দশমিক ৬৪।  তৃতীয় অবস্থানে থাকা পটুয়াখালী জেলার পাশের হার ৫৫ দশমিক ৭২, যা গত বছর ছিল ৮৩ দশমিক ৮০। চতুর্থ অবস্থানে থাকা ভোলা জেলার পাশের হার ৫৪ দশমিক ৭০, যা গত বছর ছিল ৮৯ দশমিক ২৭। পঞ্চম অবস্থানে থাকা ঝালকাঠি জেলার পাশের হার ৫১ দশমিক ৭৭, যা গত বছর ছিল ৯০ দশমিক ৫২ এবং ষষ্ঠ অবস্থানে থাকা বরগুনা জেলার পাশের হার ৫০ দশমিক ৮৪ যা গত বছর ছিল ৮৩ দশমিক ৮০।


অপরদিকে এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাশের হার সব থেকে বেশি এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান।


 জিপিএ-৫ এর দিক থেকে সবচেয়ে বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ২ হাজার ৯২০ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মানবিক বিভাগ থেকে ১৫৯২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৫ জন জিপিএ-৫ পেয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১১.৫২ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১১.৫২ অপরাহ্ন