ঢাকা
খ্রিস্টাব্দ

তিতাসে একটি রাস্তা সংস্কার না করায় ভোগান্তিতে প্রায় লক্ষাধিক পথচারী, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০.৫২ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০.৫২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 483918 জন

  • নিউজটি দেখেছেনঃ 483918 জন
তিতাসে একটি রাস্তা সংস্কার না করায় ভোগান্তিতে প্রায় লক্ষাধিক পথচারী, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

তিতাসের ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি এলাকার হরিপুর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ সড়কে যাতায়াতের অন্যতম প্রধান একটি রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ঢালাই ভেঙ্গে কার্পেটিং উঠে মাটি সড়ে গিয়ে ছোট-বড় গর্তে ভরে গেছে সড়কটি।


সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে জমে যায় পানি, সৃষ্টি হয় জলাবদ্ধতা, বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। প্রতিদিন স্কুল, অফিস ও বাজারে যাতায়াতকারী ৩০টি গ্রামের বাসিন্দা ও বিভিন্ন অঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষকে এই ভাঙা রাস্তা পেরিয়ে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুই-ই অপচয় হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ী ও জরুরি সেবা পরিবহন।


মঙ্গলবার (১৫জুলাই) সরেজমিনে গিয়ে জানা যায়, এ অঞ্চলের বাসিন্দাদের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রিক ঐতিহ্যবাহী আসমানিয়া বাজার, জাহাপুর বাজার, মছিমপুর বাজার এবং তিতাস, মুরাদনগর ও দাউদকান্দি উপজেলায় যাতায়াতের একমাত্র প্রধান সংযোগ সড়কের অংশ এই রাস্তাটি। এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটিতে বড় বড় গর্ত ও ঢালাই ভেঙে যাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথচলা। স্থানীয় এলাকাবাসির উদ্যোগে একবার মাটি ফেলে সংস্কার করলেও বর্তমানে বৃষ্টির পানিতে রাস্তাটির দুপাশ দিয়ে মাটি নেমে গেছে এবং বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। উপায় না থাকায় এক প্রকার ঝুঁকি নিয়েই বর্তমানে যানবাহন ও পথচারীরা চলাচল করছে।


স্থানীয়দের অভিযোগ, জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। "প্রায় প্রতিদিন কেউ না কেউ এই রাস্তায় পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। কখনো বাইক, কখনো অটো রিকশা কখনো বা মালবাহী গাড়ি উল্টে যাচ্ছে।" এই রাস্তা দিয়ে এখন আর কোনো গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না।


এবিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামের মুঠোফোন নাম্বারে একাধিকবার কল দিলেও নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০.৫২ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০.৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ