ঢাকা
খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করা দগ্ধ হওয়া শিক্ষিকার মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১২.০৫ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১২.০৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 451754 জন

  • নিউজটি দেখেছেনঃ 451754 জন
শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করা দগ্ধ হওয়া শিক্ষিকার মৃত্যু
শিক্ষিকা মেহেরীন চৌধুরী (ছবি: সংগৃহীত)

রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিজে দগ্ধ হয়েও শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করা শিক্ষিকা মেহেরীন চৌধুরী (৪৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজউন)। 


সোমবার (২১ জুলাই) রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 


বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।


জানা যায়, শিক্ষার্থীদের উদ্ধারের পর নিজেই ঠিকঠাক বের হতে পারেননি ওই শিক্ষিকা। ঘটনাস্থলে তার শরীরের একটি অংশ দগ্ধ হয়। পরে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সোমবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।


এর আগে প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার মুহূর্তে দ্রুত শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে আনেন ওই শিক্ষিকা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ছাত্র-ছাত্রীদের বের করে দিয়ে নিজেই যথাসময়ে বের হতে পারেননি। শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয় তার।


উদ্ধার হওয়া মাইলস্টোনের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘সেনাবাহিনী আমাদের বলেছে, শিক্ষিকার জন্য অন্তত ১৫-২০ জন শিক্ষার্থী বেঁচে গেছে।'


প্রসঙ্গত, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ ২০ জন নিহত হয়েছে। এতে দগ্ধ হয়েছে আরও ১৭১ জন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১২.০৫ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১২.০৫ পূর্বাহ্ন