ঢাকা
খ্রিস্টাব্দ

উত্তরায় বিমান দুর্ঘটনা: উদ্ধার কাজ সম্পন্ন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১২.১৫ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১২.১৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 454153 জন

  • নিউজটি দেখেছেনঃ 454153 জন
উত্তরায় বিমান দুর্ঘটনা: উদ্ধার কাজ সম্পন্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া ঘটনায় উদ্ধার অভিযান শেষ হয়েছে।


সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, রাত সাড়ে ৮টায় উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। তবে বিমান বাহিনী বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সরানো পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে মোতায়েন ছিল। রাত ৯টা ১০ মিনিটে তারা ঘটনাস্থল থেকে ফায়ার স্টেশনে ফিরেছে।


দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এবং তাদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। এ সময় হতাহতদের উদ্ধার করা সিএমএইচ, কুর্মিটোলা হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেলসহ উত্তরা বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। কিছুক্ষণের মধ্যেই সেটি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১৭১ জন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১২.১৫ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১২.১৫ পূর্বাহ্ন