ঢাকা
খ্রিস্টাব্দ

সিলেটের ভোলাগঞ্জে পাথর তুলতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
সিলেট
রবিবার, ২০ জুলাই ২০২৫, ১০.৫৭ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২০ জুলাই ২০২৫, ১০.৫৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 471390 জন

  • নিউজটি দেখেছেনঃ 471390 জন
সিলেটের ভোলাগঞ্জে পাথর তুলতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু
ছবি : সংবাদদাতা প্রেরিত।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ের (বাংকার) সংরক্ষিত এলাকায় পাথর তুলতে গিয়ে বালুচাপায় হাবিবুর রহমান (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। তবে তার ভাইয়ের বরাত দিয়ে পুলিশ বলছে, মৃগী রোগী হওয়ায় পানিতে পড়ে সে মারা গেছে।


নিহত হাবিবুর রহমান উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের আহমদাবাদ (কালিবাড়ি) এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে। তিনি ২ ছেলে ও ২ মেয়ের জনক ছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে সিলেটের ভোলাগঞ্জের বাঙ্কার থেকে অবাধে পাথর উত্তোলন চলছে। যার কারণে এখন সংরক্ষিত এই বাঙ্কার ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। বেশ কিছু দিন বন্ধ থাকার পর গত বুধবার থেকে আবারো সেখানে শুরু হয়েছে পাথর উত্তোলন। দিন মজুর হাবিবুর রহমান প্রতিদিনের মতো শনিবারও পাথর উত্তোলন করতে সেখানে যান। তখন হঠাৎ বালু ধসে পড়ে তার উপর চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে  ঘোষণা করেন।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, মৃত্যুর সংবাদ পেয়ে তার বাড়িতে আমরা গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। তার ভাই বলছে সে মৃগী রোগী ছিল আর ধলাই নদীতে পড়ে মারা গেছে। আমরা বিস্তারিত খোঁজ নিয়ে দেখতেছি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
সিলেট
রবিবার, ২০ জুলাই ২০২৫, ১০.৫৭ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২০ জুলাই ২০২৫, ১০.৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ