ঢাকা
খ্রিস্টাব্দ

মাইলস্টোন ট্র্যাজেডি

বার্ন ইনস্টিটিউটে এখনও ভর্তি রয়েছে ৪০ জন দগ্ধ, ৫ জন সঙ্কটাপন্ন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ৮.২৩ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ৮.২৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 408217 জন

  • নিউজটি দেখেছেনঃ 408217 জন
বার্ন ইনস্টিটিউটে এখনও ভর্তি রয়েছে ৪০ জন দগ্ধ, ৫ জন সঙ্কটাপন্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে প্রাঙ্গণে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও পাঁচ জনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রাখা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন এ কথা জানান। 


ডা. নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় আজ শুক্রবার পরপর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনও ৪০ জন ভর্তি রয়েছে। তাদের মধ্যে ক্রিটিক্যাল অবস্থা ৫ জনের। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে। তাদের চাইতে একটু কম গুরুতর অর্থাৎ সিপিআর ক্যাটাগরিতে রয়েছে ১০ জন। ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে পোস্ট অপারেটিভ রয়েছে আরও ১০ জন এবং ক্যাবিনে রয়েছে ১৫ জন।


তিনি বলেন, যে কয়জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাদের মধ্যে দুই জনের কিছুটা উন্নতি হয়েছে। যারা নিজে নিজে শ্বাস নিতে পারছে। এই ৪০ জন রোগীর মধ্যে আগামীকাল শনিবার ৪-৫ জন রোগীকে আমরা ছুটি দিতে পারবো।


ডা. নাসির বলেন, আজ সিঙ্গাপুর, চীন ও ভারতের চিকিৎসক দল আমাদের সঙ্গে এসব রোগীর বিষয়ে মিটিংয়ে বসেছিলেন। তারা রোগীদের দেখেছেনও।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ৮.২৩ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ৮.২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ