ঢাকা
খ্রিস্টাব্দ

শিক্ষা সফরের তিন বাসে ডাকাতি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০.২৪ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০.২৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1020033 জন

  • নিউজটি দেখেছেনঃ 1020033 জন
শিক্ষা সফরের তিন বাসে ডাকাতি
ছবি : সংবাদদাতা প্রেরিত।

টাঙ্গাইলের ঘাটাইলে এবার অস্ত্রের মুখে জিম্মি করে শিক্ষা সফরের তিনটি বাসে ডাকাতি ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঘাটাইল-সাগরদীঘি সড়কের উপজেলার সাগরদীঘি ইউনিয়নের লক্ষ্মণের বাধা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় নগদ প্রায় দেড় লাখ, এক ভরি সোনা এবং ১০টি মোবাইল ছিনতাই করে নিয়ে যায় ডাকাতদলের সদস্যরা।


এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন (২৫) ও অভিভাবক শহিদুল্লাহ তালুকদার (৩৯)।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ঘাটাইল সীমান্তবর্তী ময়মিনংহের ফুলবাড়িয়ার উপজেলার সৈয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের চারটি বাস নিয়ে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা সফরের জন্য রওয়ানা দেন নাটোরের গ্রীনভ্যালি পার্কের উদ্দেশ্যে। ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল-সাগরদীঘি সড়কের সাগরদীঘি ইউনিয়নের লক্ষ্মণের বাধা এলাকায় পৌঁছালে ডাকাত দলের কবলে পড়ে তারা।


ঘটনার বিবরণ দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান বলেন, নাটোরের উদ্দেশ্য রওয়ানা হওয়ার একপর্যায়ে ঘাটাইল সীমান্তে পৌঁছানোর পর সড়কে গাছের গুঁড়ি ফেলা দেখতে পাই। পরে আমরা প্রথম বাসের গাড়ির জানালা ও গেট বন্ধ করে দেই। কিন্তু সবার পেছনের বাসটিতে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা শুরু করে। পরে তারা বাসটিতে উঠে ডাকাতি করে। এভাবে পেছনের তিনটি বাসে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ডাকাত দল পালিয়ে যায়।


ঘটনার পর সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কিছু শিক্ষার্থী ও অভিভাবকের অনুরোধে শিক্ষা সফরে যাওয়া হয়।

হামলায় আহত সাখাওয়াত হোসাইন রবিন বলেন, আমি ছিলাম দুই নম্বর গাড়িতে। ওই গাড়িতে ছিল শুধু ছাত্রী। ডাকাতরা আমার কাছ থেকে মোবাইল নেওয়ার পর যখন ছাত্রীদের দিকে যাচ্ছিল, তখন আমি বাধা দেই। এতে তারা ক্ষিপ্ত হয়ে দা দিয়ে আঘাত করে।


স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হোসেন বলেন, মাঝে মধ্যেই লক্ষ্মণের বাধা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। বুধবারও একই স্থানে ডাকাতি হয়েছে। এ ব্যাপারে আমি ঘাটাইল থানায় অভিযোগ দিবো।


গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, শিক্ষা সফরে যাওয়ার পথে তিনটি স্কুলবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ডাকাতনদল পালিয়ে যায়। এ ঘটনায় আমরা এরইমধ্যে কাজ শুরু করছি।


এর আগে গত ১৫ ফেব্রুয়ারি দিনগত রাত দেড়টার দিকে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের ফকিরচালা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। ১০ দিনে এই সড়কে ঘটেছে তিন ডাকাতির ঘটনা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০.২৪ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০.২৪ অপরাহ্ন