ঢাকা
খ্রিস্টাব্দ

কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটিতে হামলা, সংঘর্ষে নিহত ১জন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
কক্সবাজার
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৩.২২ অপরাহ্ন

আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৩.২২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1038852 জন

  • নিউজটি দেখেছেনঃ 1038852 জন
কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটিতে হামলা, সংঘর্ষে নিহত ১জন

কক্সবাজার শহরের বিমান বাহিনী ঘাঁটিতে একটি আকস্মিক সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সংঘর্ষে জড়িয়ে স্থানীয় এক ব্যবসায়ী নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান, হামলার পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। আহতদের চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইএসপিআর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'এই হামলার ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে'।

এলাকার মানুষের ভাষ্যমতে, বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কারণে জমি অধিগ্রহণ নিয়ে বিরোধের ফলস্বরূপ এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে শিহাব কবির (৩০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন, তিনি সমিতিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি দুপুর ১২টার দিকে ঘটেছিল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
কক্সবাজার
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৩.২২ অপরাহ্ন
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৩.২২ অপরাহ্ন