ঢাকা
খ্রিস্টাব্দ

ধর্ম অবমাননার অভিযোগ

কুমিল্লার হোমনায় চারটি মাজারে হামলা ও অগ্নিসংযোগ, মামলা ২২০০ জনের বিরুদ্ধে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
কুমিল্লা
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪.৪১ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪.৪১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 141661 জন

  • নিউজটি দেখেছেনঃ 141661 জন
কুমিল্লার হোমনায় চারটি মাজারে হামলা ও অগ্নিসংযোগ, মামলা ২২০০ জনের বিরুদ্ধে
- ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা, হোমনায় চার মাজারে হামলা ও মামলা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর গ্রামে চারটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এইদিন রাতেই হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা ২ হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


ঘটনার সূত্রপাত হয় বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে, যখন ‘বেমজা মহসিন’ নামক একটি ফেসবুক আইডি থেকে মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিমূলক একটি পোস্ট দেওয়া হয়। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তারা হোমনা থানার সামনে জড়ো হয়ে অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং ওইদিনই অভিযুক্ত মহসিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়।


ঘটনার পরদিন, বৃহস্পতিবার সকালে, বিক্ষুব্ধ জনতা মাইকে ঘোষণা দিয়ে আসাদপুর গ্রামে কফিল উদ্দিন শাহ, হাওয়ালী শাহ (বাবুল), কালাই শাহ এবং আবদু শাহ মাজারে হামলা চালায়। তারা মাজারগুলোতে ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


এসময় অভিযুক্ত মহসিনের দাদা কফিল উদ্দিন শাহের নামে প্রতিষ্ঠিত মাজার ও তার পরিবারের বাড়িঘরেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মহসিনের পরিবারের বাড়িঘর প্রথমে ভাঙচুর করা হয়, পরে আগুন ধরিয়ে দেওয়া হয়।


ঘটনার পরপরই কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান, হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা, হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম ও দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফয়সাল তানভীর ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা স্থানীয়দের শান্ত থাকার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।


বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি জানান, এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


উল্লেখ্য, অভিযুক্ত মহসিনের বিরুদ্ধে ‘বাংলাদেশ ইসলামী যুবসেনা’ হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম বাদী হয়ে প্রথম মামলাটি দায়ের করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
কুমিল্লা
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪.৪১ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪.৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ