ঢাকা
খ্রিস্টাব্দ

অমিত শাহ অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১.১১ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১.১১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1017889 জন

  • নিউজটি দেখেছেনঃ 1017889 জন
অমিত শাহ অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন

অনুপ্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


আজ শুক্রবার দিল্লি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি বলেছেন, ‘অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভারতে ঢোকাতে যে চক্র সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’


অমিত শাহ বলেছেন, ‘এটা জাতীয় নিরাপত্তার বিষয়। তাই কঠোরভাবে মোকাবেলা করা উচিত। এ দিন দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাসহ পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।


ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। অমিত শাহ বলেন, ‘যে সব থানা এবং মহকুমা ধারাবাহিকভাবে খারাপ পারফর্ম করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’


 

বৈঠকে অমিত শাহ বলেন, ‘বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দেশে ঢোকানো, তাদের কাগজপত্র তৈরি এবং এখানে থাকতে সাহায্যকারী পুরো চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।


অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। কঠোরভাবে মোকাবেলা করা উচিত। তাদের চিহ্নিত করে দেশ থেকে বের করতে হবে।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১.১১ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১.১১ অপরাহ্ন