ঢাকা
খ্রিস্টাব্দ

সুদান

সামরিক প্লেন দুর্ঘটনায় নিহত ৪৬

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২.০২ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২.০২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1026030 জন

  • নিউজটি দেখেছেনঃ 1026030 জন
সামরিক প্লেন দুর্ঘটনায় নিহত ৪৬

সুদানে এক মর্মান্তিক প্লেন দুর্ঘটনায় অন্তত ৪৬ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।  প্রাথমিক ভাবে এই দুর্ঘটনায় ১৯ জন নিহত হওয়ার খবর জানা গিয়েছিল।   

আল জাজিরার এক প্রতিবেন থেকে থাকা যায়, সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে অবস্থিত ওমদুরমানের উত্তরাঞ্চলে ওয়াদি সাইদনা সামরিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাতে একটি আন্তোনভ সামরিক প্লেন উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। প্লেনটি কারারি জেলার একটি বেসামরিক বাড়ির ওপর পড়ে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।


প্লেনটি বিধ্বস্ত হওয়ার ফলে আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এলাকায় বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে খার্তুমে কর্মরত সিনিয়র সামরিক কমান্ডার মেজর-জেনারেল বাহর আহমেদও রয়েছেন বলে জানা গেছে। সুদানের সামরিক বাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে সামরিক সদস্য ছাড়াও বেসামরিক উভয় ব্যক্তিও রয়েছেন। তারা আরও জানিয়েছে যে অগ্নিনির্বাপক দলগুলো ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে প্লেনটি কেন বিধ্বস্ত হলো, তার সঠিক কারণ এখনও জানানো হয়নি।


সামরিক সূত্রগুলো ধারণা করছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এমনটি ঘটতে পারে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সামরিক বাহিনী এবং আধাসামরিক বাহিনী আরএসএফ-এর মধ্যে সংঘাত চলছে। এই দুর্ঘটনায় আবারও দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২.০২ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২.০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ