ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ের খিলমুরালীতে গোলাগুলির শব্দে আতঙ্ক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
শনিবার, ০১ মার্চ ২০২৫, ২.১১ পূর্বাহ্ন

আপডেট : শনিবার, ০১ মার্চ ২০২৫, ২.১৯ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1011281 জন

  • নিউজটি দেখেছেনঃ 1011281 জন
মিরসরাইয়ের খিলমুরালীতে গোলাগুলির শব্দে আতঙ্ক
ছবি- আহত আবুল কালাম।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরালী এলাকায় গোলাগুলির ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আবুল কালাম নামের একজন আহত হওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়, তাদের নাম পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টার পর মেহেদীনগর ও খিলমুরালী এলাকায় গোলাগুলির শব্দ শোনা যায়, যা এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। দীর্ঘ সময় ধরে চলা গোলাগুলিতে আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, স্থানীয় একটি শিল্প-কারখানা এলাকায় ব্যবসায়িক বিষয় নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গোলাগুলি ও হামলার ঘটনা ঘটতে পারে। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি এর কারণ।

আইন-শৃঙ্খলাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে এলাকার নিরাপত্তা পরিস্থিতি উন্নত করতে অতিরিক্ত পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

থানা সূত্রে আরো জানা যায়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশি অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ কিংবা মামলা হয়নি।

#আরো বিস্তারিত আসছে...


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
শনিবার, ০১ মার্চ ২০২৫, ২.১১ পূর্বাহ্ন
আপডেট : শনিবার, ০১ মার্চ ২০২৫, ২.১৯ পূর্বাহ্ন