ঢাকা
খ্রিস্টাব্দ

এনআইডি সংশোধনের ক্ষমতা বাড়ল ইসির জেলা কর্মকর্তাদের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০.৪০ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০.৪০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 869149 জন

  • নিউজটি দেখেছেনঃ 869149 জন
এনআইডি সংশোধনের ক্ষমতা বাড়ল ইসির জেলা কর্মকর্তাদের
ফাইল ছবি।

আগামী জুনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তির ‘ক্রাশ প্রগ্রাম’ হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য অধিকতর জটিল আবেদন নিষ্পত্তি করার ক্ষমতা সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের হাতে দিয়েছে কমিশন।

 

গত সোমবার ইসি থেকে মাঠপর্যায়ে পাঠানো এসংক্রান্ত চিঠিতে বলা হয়, এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির বিশেষ কার্যক্রম (ক্রাশ প্রগ্রাম) পরিচালনার লক্ষ্যে ‘গ’ ক্যাটাগরির আবেদন নিষ্পন্নের জন্য ৬৪ জেলার সব সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের ক্ষমতা দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহ অঞ্চলের আবেদন সংখ্যা বিবেচনায় সংশ্লিষ্ট সিনিয়র জেলা, জেলা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কয়েকজন কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।


সম্প্রতি ইসির এক সমন্বয় সভার তথ্য অনুযায়ী, চার লাখের মতো এনআইডি সংশোধনের আবেদন রয়েছে।

 

ইসি কর্মকর্তারা জানান, বর্তমানে সংশোধনের আবেদনগুলো ক্রাশ প্রগ্রামের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে। তাই অধিকতর জটিল আবেদন (গ ক্যাটাগরি) মাঠ পর্যায়ে নিষ্পত্তির জন্য সিদ্ধান্ত হয়েছে।


ইসির ‘গ’ ক্যাটাগরির সংশোধনের মধ্যে রয়েছে—পাবলিক পরীক্ষার শিক্ষা সনদের ভিত্তিতে সম্পূর্ণ নাম পরিবর্তন, জন্ম তারিখ সংশোধন (৫ বছরের বেশি—তবে চাকরির বয়সসীমা, মুক্তিযোদ্ধা, ভোটার যোগ্যতা, নির্বাচনে প্রার্থীর সীমা, বয়স্ক ভাতা অর্জনের বয়সসীমা ব্যতীত) প্রভৃতি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০.৪০ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০.৪০ অপরাহ্ন