ঢাকা
খ্রিস্টাব্দ

রমজানে তীব্র গরমের পূর্বাভাস, তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছাতে পারে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১২.৫২ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১২.৫৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1006378 জন

  • নিউজটি দেখেছেনঃ 1006378 জন
রমজানে তীব্র গরমের পূর্বাভাস, তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছাতে পারে
ফাইল ছবি।

রমজান মাসে একাধিক দাবদাহ হতে পারে। একই সঙ্গে আশাঙ্কা রয়েছে তীব্র কালবৈশাখী ঝড়েরও। দাবদাহ শুরু হলে রোজা পালন করতে কষ্ট হবে মুসলিম জাতির।


আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (অপারেশন) মো. মমিনুল ইসলাম দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমন তথ্য জানান।



রবিবার (২ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়/নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।  


এ ছাড়া মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক-দুটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে।



এ ক্ষেত্রে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। 

অন্যদিকে চলতি মাসে দেশে দু-তিন দিন বজ্র-শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চ মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজমান থাকতে পারে।



এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন থাকবে তিন সাড়ে তিন মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল হবে পৌনে ছয় থেকে পৌনে সাত ঘণ্টা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১২.৫২ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১২.৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ