ঢাকা
খ্রিস্টাব্দ

ভূঞাপুরে পানের দোকানে গাঁজা বিক্রির দায়ে মাদক কারবারিকে কারাদণ্ড

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
সোমবার, ১০ মার্চ ২০২৫, ১১.৩৫ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১০ মার্চ ২০২৫, ১১.৩৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 972884 জন

  • নিউজটি দেখেছেনঃ 972884 জন
ভূঞাপুরে পানের দোকানে গাঁজা বিক্রির দায়ে মাদক কারবারিকে কারাদণ্ড
ছবি : সংবাদদাতা প্রেরিত।

টাঙ্গাইলের ভূঞাপুরে পানের দোকানে গাঁজা বিক্রি ও সেবনের দায়ে এক মাদক কারবারিকে এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


গত রবিবার (৯ মার্চ) রাত ৮ টার দিকে ভূঞাপুর পৌর শহরের কুটুমবাড়ি রেস্তোরাঁর সামনে একটি পানের দোকানে গাঁজা সেবনের সময় হাতেনাতে তাকে আটক করেন ভূঞাপুর সেনাবাহিনী ক্যাম্পের গোয়েন্দা ও পুলিশ টহল টিমের সদস্যরা।


পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম। 


এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কুটুমবাড়ি রেস্তোরাঁর সামনে পানের দোকানে মো. ফরহাদ নামে একজন মাদক কারবারি গাঁজার ব্যবসা করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর সেনাবাহিনী ক্যাম্পের গোয়েন্দা ও টহল পুলিশের সহযোগিতায় মো. ফরহাদের দোকানে অভিযান চালিয়ে তাকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়। এরপর দোকানে তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্য মজুদকৃত গাঁজা জব্দ করা হয়। পরে তাকে এক বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
সোমবার, ১০ মার্চ ২০২৫, ১১.৩৫ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১০ মার্চ ২০২৫, ১১.৩৫ অপরাহ্ন