ঢাকা
খ্রিস্টাব্দ

প্রতিদিন ৩ হাজার টন বর্জ্য সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদন করা হবে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১.২৭ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১.২৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 970715 জন

  • নিউজটি দেখেছেনঃ 970715 জন
প্রতিদিন ৩ হাজার টন বর্জ্য সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদন করা হবে
ছবি : সংবাদদাতা প্রেরিত।

শহরের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও পরিবেশবান্ধব উপায়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ৩৬ মেগাওয়াট ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্প বাস্তবায়নের বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে ডিপি ক্লিনটেক ইউকের প্রতিনিধিরা সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। 


ডিপি ক্লিনটেক ইউকের প্রতিনিধি ম্যাটিও মোলেনা প্রকল্পটির কারিগরি ও অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে একটি বিশদ উপস্থাপনা প্রদান করেন। উপস্থাপনা শেষে মেয়র চট্টগ্রাম শহরের টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যে প্রকল্পটির বাস্তবায়নে তার আগ্রহ  ব্যক্ত করেন।


ডিপি ক্লিনটেক ইউকে চট্টগ্রামে শতভাগ সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলের আওতায় এই প্রকল্প বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেছে।

বৈঠকে ডিপি ক্লিনটেক এবং ইমপ্যাক্ট এনার্জির পক্ষে উপস্থিত ছিলেন ম্যাটিও মোলেনা, এ বি এম ইকবাল মাহমুদ মারুফ, শৌরভ চক্রবর্তী, হাবিবুল হাসান, স্থানীয় পরামর্শক স্থপতি তারিকুল ইসলাম এবং এনায়েত কবীর।


এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৩ হাজার টন বর্জ্য সংগ্রহ করে পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবে, যা জাতীয় গ্রিডে সংযুক্ত করা হবে। এটি বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং নবায়নযোগ্য জ্বালানি নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।চট্টগ্রামবাসীর জন্য পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদনের যুগান্তকারী এই উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষ একসঙ্গে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১.২৭ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১.২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ