ঢাকা
খ্রিস্টাব্দ

পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া আ:লীগ নেতা গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১.২৪ অপরাহ্ন

আপডেট : বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১.২৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 953152 জন

  • নিউজটি দেখেছেনঃ 953152 জন
পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া আ:লীগ নেতা গ্রেফতার
ছবি : সংবাদদাতা প্রেরিত।

পিরোজপুরের ইন্দুরকানীতে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া আওয়ামীলীগের নেতা ও বিস্ফোরক মামলার আসামী মো: হেলাল খান (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাঈদখালী গ্রামের সত্তার খানের ছেলে। মঙ্গলবার (১৮ মার্চ) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার রাতে হেলাল খানকে একই গ্রাম থেকে গ্রেফতার করা হয়। 


জানা গেছে, গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) একটি সামাজিক অনুষ্ঠানে ওই নেতা যোগদান করেন। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ অভিযান চালিয়ে অনুষ্ঠান থেকে বিস্ফোরক মামলার আসামি হেলাল খানকে আটক করে নিয়ে আসতে চাইলে স্থানীয়রা হেলাল খানের সহযোগী আওয়ামী সমর্থকরা ও স্বজনরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। এসময় পুলিশের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যরা আহত হন। 


ইন্দুরকানী থানার (ওসি) মো. মারুফ হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা হেলাল খান বিস্ফোরক দ্রব্যাদি আইনের মামলায় এজাহার নামীয় আসামি। পুলিশ তাকে গ্রেফতার করলে স্থানীয়দের সহায়তায় পুলিশের ওপর হামলা করে সে পালিয়ে যায়। সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। 



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১.২৪ অপরাহ্ন
আপডেট : বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১.২৪ অপরাহ্ন