ঢাকা
খ্রিস্টাব্দ

মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে মৃত্যুর ঘটনায় জাপানের শোক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১১.২৯ অপরাহ্ন

আপডেট : শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১১.২৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 923030 জন

  • নিউজটি দেখেছেনঃ 923030 জন
মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে মৃত্যুর ঘটনায় জাপানের শোক

মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানিতে শোক জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। শনিবার (২৯ মার্চ) এক বার্তায় ইশিবা বলেছেন, ‘মধ্য মিয়ানমারে ভূমিকম্পের ফলে যে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে পেরে আমি গভীরভাবে দুঃখিত। ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’ ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।


খবরে বলা হয়, জাপানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্যে এবং দুর্যোগ কবলিত এলাকাগুলোর দ্রুত পুনরুদ্ধারের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছি। এই কঠিন সময়ে আমরা আমাদের ঘনিষ্ঠ বন্ধু মিয়ানমারের জনগণের পাশে আছি।’ থাইল্যান্ডের উদ্দেশ্যে এক পৃথক বার্তায় তিনি বলেছেন, ১০ জনের মৃত্যুতে তিনি ‘দুঃখিত’ এবং ‘যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমরা গভীর সহানুভূতি প্রকাশ করছি। আমরা আমাদের ভালো বন্ধু থাইল্যান্ড রাজ্যের পাশে আছি।’


শুক্রবার মধ্য মিয়ানমারের সাগাইং শহরের উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং এর কয়েক মিনিট পরেই ৬ দশমিকত ৪ মাত্রার একটি প্রতিঘাত আঘাত হানে। মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং শনিবার জানিয়েছেন, মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১,০০২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ২,৩৭৬ জন। নিখোঁজ রয়েছে আরও ৩০ জন। তিনি সতর্ক করে বলেছেন, মৃতের সংখ্যা আরো ‘বাড়তে পারে’। মিয়ানমার ছাড়াও প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মারা গেছেন অন্তত ১০ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১১.২৯ অপরাহ্ন
আপডেট : শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১১.২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ