ঢাকা
খ্রিস্টাব্দ

অভিষেকেই প্রশংসায় ভাসছেন রিশাদ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৬.৩২ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৬.৩২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 900902 জন

  • নিউজটি দেখেছেনঃ 900902 জন
অভিষেকেই প্রশংসায় ভাসছেন রিশাদ
লাহোরের জার্সিতে রিশাদ হোসেন।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মাঠে নেমেই অভিষেকটা স্মরণীয় করেছেন রিশাদ হোসেন। পারফরম্যান্স দিয়ে ইম্প্যাক্ট রাখার চেষ্টা করেছেন। লাহোর কালান্দার্সের হয়ে কোয়েটা গ্ল্যাডিয়টর্সের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে সুযোগ পেয়েই নিয়েছেন ৩ উইকেট। তাতে সতীর্থদের প্রশংসায় ভাসছেন তিনি। 


শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোর প্রথম ম্যাচ খেললেও সেখানে সুযোগ পাননি রিশাদ। সেই ম্যাচটা লাহোর হার দিয়ে শুরু করেছে। কিন্তু রিশাদকে পরের ম্যাচে সুযোগ দেওয়ার দিনেই ৭৯ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে লাহোর। 



বল হাতে লাহোরের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রিশাদ। চার ওভারে ৩১ রান খরচ করে নিয়েছেন ৩ উইকেট। তার বোলিং নৈপুণ্য ২২০ রানের লক্ষ্যে খেলতে নামা কোয়েটাকে ১৪০ রানে গুটিয়ে দিতে বড় অবদান রেখেছে। 


এই ম্যাচে মূলত ডেভিড ভিসার ইনজুরির কারণেই একাদশে সুযোগ পান রিশাদ। নবাগত এই লেগস্পিনারকে তাই প্রশংসায় ভাসিয়েছেন ভিসা।  বিশেষ করে দুই মৌসুম আগে দল ছেড়ে যাওয়া রশিদ খানের অনুপস্থিতিতে রিশাদের ভূমিকা নিয়ে বলেছেন,‘রশিদ খানের অভাব পূরণ করা কঠিন। গত বছরও তাকে ভীষণভাবে আমরা মিস করেছি। সেই জায়গায় রিশাদ দারুণ একজন বোলার। আমাদের জন্য সম্পদ। আশা করি, সে ভবিষ্যতে আরও ভালো খেলবে।’


ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে রিশাদের প্রশংসা করেন লাহোর অধিনায়ক শাহীন আফ্রিদিও, ‘আজ রিশাদকে নেওয়ার কারণ ছিল। আমরা এমন একজন বোলার চাচ্ছিলাম, যিনি মাঝের ওভারগুলোতে উইকেট নিতে পারেন। ভিসা চোটে ভুগছিল, আসিফ আফ্রিদি নতুন বলে বল করছিলেন। তাই রিশাদই ছিল সেরা বিকল্প।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | ক্রীড়াঙ্গণ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৬.৩২ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৬.৩২ অপরাহ্ন