ঢাকা
খ্রিস্টাব্দ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৯.৩৭ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৯.৩৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 888960 জন

  • নিউজটি দেখেছেনঃ 888960 জন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার
ছবি : সংবাদদাতা প্রেরিত।

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নিয়াজ মোর্শেদ তালুকদার ঢাকায় ডিবির অভিযানে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ইয়াসিন আলম।


বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে তিনটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুরের একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তিনি ৫ই আগস্ট পরবর্তী সময় থেকে আত্মগোপনে ছিলেন।


গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নিয়াজ মোর্শেদ তালুকদার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সুটিয়াকাটি গ্রামের মো. বাদল তালুকদারের ছেলে।


পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ইয়াসিন আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর মিরপুর একটি ভাড়া বাসা থেকে দারুস সালাম থানার সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে রাজনৈতিক মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে সদর থানায় স্থানান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৯.৩৭ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৯.৩৭ অপরাহ্ন