ঢাকা
খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাহানূর ইসলাম | সংবাদদাতা
ফুলবাড়ী (কুড়িগ্রাম)
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ২.০৪ অপরাহ্ন

আপডেট : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ২.০৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 879332 জন

  • নিউজটি দেখেছেনঃ 879332 জন
ফুলবাড়ীতে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
- ছবি সংবাদদাতা প্রেরিত।

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। সোমবার (২১ এপ্রিল) সকালে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার শিমুলবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও রোশন শিমুলবাড়ী গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য ইসাহক আলী (৭০), বড়ভিটা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও পশ্চিম ধনিরাম গ্রামের মৃত লতিফ সরকারের ছেলে আব্দুল মান্নান (৬৫), নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও পুর্ব ফুলমতি গ্রামের আজিমুল হকের ছেলে হারুন অর রশিদ শাকিল (৩৫) এবং একই ইউনিয়নের গজেরকুটি ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি ও গজেরকুটি গ্রামের মৃত বজলুল হকের ছেলে আমিনুল ইসলাম (৪০)।
 
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর গত ৪ আগষ্ট ফুলবাড়ী থানায় ছাত্রজনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ০৫(০৮)২৫ নম্বর এবং ০৬(০৮)২৫ নম্বর মামলার তদন্তে আসামীদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা থাকায় রবিবার (২০ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সকাল এগারোটার দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাহানূর ইসলাম | সংবাদদাতা
ফুলবাড়ী (কুড়িগ্রাম)
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ২.০৪ অপরাহ্ন
আপডেট : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ২.০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ