ঢাকা
খ্রিস্টাব্দ

বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে চায় পাকিস্তান

--- খাজা মুহাম্মদ আসিফ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১০.৫০ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১০.৫৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 826872 জন

  • নিউজটি দেখেছেনঃ 826872 জন
বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে চায় পাকিস্তান
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

বাংলাদেশের ৫৪তম জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বাংলাদেশের জনগণের প্রতি গভীর শুভেচ্ছা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন খান ও তার স্ত্রী রওশন নাহিদ এ অনুষ্ঠানের আয়োজন করেন।


প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আসিফ বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর করার জন্য উভয়পক্ষই আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে অত্যন্ত মূল্য দিই এবং অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে অংশীদারত্ব আরও বাড়ানোর প্রত্যাশা করছি। তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন এবং দুই দেশের জনগণের উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তিনি পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথাও স্মরণ করিয়ে দেন, যা দুই দেশের ঘনিষ্ঠতার অন্যতম ভিত্তি।


অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন খান জানান, সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের নেতৃত্বে ১৫ বছর পর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি বাংলাদেশের সৌন্দর্য ও আতিথেয়তার কথা তুলে ধরেন এবং সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী ছাড়াও পাকিস্তানের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, কূটনৈতিক কোরের সদস্য, সিভিল সোসাইটির প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও ব্যবসায়ী সম্প্রদায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং প্রধান অতিথি ও হাইকমিশনার অতিথিদের সঙ্গে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।


বাংলাদেশের হাইকমিশনার ২০২৪ সালের গণআন্দোলনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দুই দেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১০.৫০ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১০.৫৩ অপরাহ্ন