ঢাকা
খ্রিস্টাব্দ

মেট্রোতে ত্রুটি হলে ১৫ মিনিটে কারিগরি টিমকে পৌঁছতে হবে : জ্বালানি উপদেষ্টা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১১.১৪ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১১.১৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 811766 জন

  • নিউজটি দেখেছেনঃ 811766 জন
মেট্রোতে ত্রুটি হলে ১৫ মিনিটে কারিগরি টিমকে পৌঁছতে হবে  : জ্বালানি উপদেষ্টা
ফাইল ছবি।

দ্রুতগতির গণপরিবহন মেট্রো রেল বন্ধ হলে ত্রুটি সারাতে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে কারিগরি টিমকে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।


রবিবার (২৭ এপ্রিল) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই নির্দেশনার কথা জানান। উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘গত শনিবার মেট্রো রেল পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এখন থেকে মেট্রো রেল বন্ধ হলে ত্রুটি সারাতে ১০-১৫ মিনিটের মধ্যে কারিগরি টিমকে ঘটনাস্থলে পৌঁছাতে হবে।


বৈদ্যুতিক ত্রুটির কারণে গতকাল পৌনে দুই ঘণ্টা মেট্রো রেল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়ে শত শত যাত্রী। পরে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মেট্রো চলাচল স্বাভাবিক হয়। ডিএমটিসিএল সূত্র বলছে, বিজয় সরণি সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে শাহবাগ থেকে শেওড়াপাড়া পর্যন্ত অংশে মেট্রো রেল চলাচলের সুযোগ নেই। ফলে পুরো পথেই মেট্রো রেলের চলাচল বন্ধ হয়ে যায়।


এদিকে শনিবার খুলনা অঞ্চলে পাওয়ার গ্রিড বিপর্যয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় বিদ্যুতের ব্ল্যাক আউট হয়। জেলাগুলোতে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ বিষয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘এ ঘটনা তদন্ত সাপেক্ষে সুপারিশ দেওয়ার জন্য ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে কমিটি।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১১.১৪ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১১.১৪ অপরাহ্ন