ঢাকা
খ্রিস্টাব্দ

আগামী ২ মে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১২.৫৪ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১২.৫৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 817537 জন

  • নিউজটি দেখেছেনঃ 817537 জন
আগামী ২ মে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি

আগামী ২ মে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৬ এপ্রিল) দলের অস্থায়ী কার্যালয়ে চতুর্থ সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব আখতার হোসেনের সঞ্চালনায় সভায় সারা দেশ থেকে এনসিপি’র কেন্দ্রীয় সদস্যরা অংশগ্রহণ করেন।


এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। সভায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত হয়। যা সংগঠনের সকল নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তা বাস্তবায়নে সভায় একটি ‘নির্বাহী কাউন্সিল’ গঠনের কথা জানানো হয়। তিন মাস পর এই কমিটি অবস্থা বিচারে নবায়ন, পুনর্মূল্যায়ন বা নতুন সদস্য অন্তর্ভুক্ত করবে।


একই সঙ্গে দলের গঠনতন্ত্র প্রণয়নে পাঁচ বা ততোধিক সদস্যের সমন্বয়ে একটি গঠনতন্ত্র প্রণয়ন টিম গঠন করা হবে। টিমকে আগামী এক সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র প্রণয়নের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও সভায় আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের নির্দেশনা দেয়া হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১২.৫৪ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১২.৫৪ পূর্বাহ্ন