ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম দক্ষিণ জেলা ঐক্য পরিষদের সভায় বক্তারা

সুভাষ চৌধুরী ছিলেন সমাজ তথা সংগঠনের আলোকবর্তিকা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ১০.৩৯ অপরাহ্ন

আপডেট : শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ১০.৩৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 340567 জন

  • নিউজটি দেখেছেনঃ 340567 জন
সুভাষ চৌধুরী ছিলেন সমাজ তথা সংগঠনের আলোকবর্তিকা
ছবি : সংবাদদাতা প্রেরিত।

এ’ ক্ষণস্থায়ী পৃথিবীতে মানুষ সুকীর্তি রেখে গেলে তা’ কখনো বৃথা যায় না ; পরের হিত করে যান বলেই তাদেরকে মানুষ মৃত্যুর পরেও স্মরণে রাখেন। সুভাষ চন্দ্র চৌধুরী ছিলেন তেমনই একজন জনহিতৈষী ব্যক্তি, তাই তাঁর মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে বলে বক্তাগণ মত প্রকাশ করেন।


৮ আগস্ট ২০২৫ইং শুক্রবার বেলা ৩টায় আন্দরকিল্লাস্থ বাগীশিক হলে সুভাষ চন্দ্র চৌধুরী স্মরণে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তাপস হোড়। দক্ষিণ জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরীর সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐক্য পরিষদ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চবি প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চৌধুরী, শরৎজ্যোতি চাকমা, অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, বিশ্বজিৎ পালিত।


এতে বক্তব্য রাখেন সাগর মিত্র, তাপস দে, সাজীব বৈদ্য, জয়প্রকাশ দত্ত, অনুপ রক্ষিত, প্রণব দাশগুপ্ত, হরিপদ চৌধুরী বাবুল, ডা. রাখাল চন্দ্র নাথ, বাবলু দেব, এড. সুমন সরকার, গৌতম দাশ, কল্লোল সেন, উজ্জ্বল ভট্টাচার্য্য, মাস্টার শ্যামল দে, প্রয়াত কন্যা প্রকৌশলী যুথিকা চৌধুরী, মীনাক্ষী দেব, অনুপ দাশ, সন্তোষ নন্দী, উত্তম দাশ, সাজীব দত্ত, উৎপল বড়–য়া, রুনু দাশ, পলাশ মিত্র, উৎপল চৌধুরী মিঠু, চিন্ময় দাশগুপ্ত, সুজন দে, দোলন দাশ, মাধাই চন্দ্র নাথ, সজল দাশ, দেবাশিস সিকদার প্রমুখ।


প্রয়াত স্মরণে রহমতগঞ্জস্থ বিবেকানন্দ সঙ্গীত নিকেতনের শিক্ষিকা—শিক্ষার্থীবৃন্দের পরিবেশনায় শোক সংগীত পরিবেশিত হয়। সুভাষ চৌধুরীর বিদেহী আত্মার সদ্গতি কামনা করে নীরবতা পালনের মধ্য দিয়ে শোক সভার কার্যক্রমে প্রয়াতের জীবনী সম্বলিত একটি সংক্ষিপ্ত স্মারক প্রয়াতের পরিবারবর্গকে হস্তান্তর করা হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ১০.৩৯ অপরাহ্ন
আপডেট : শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ১০.৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ