ঢাকা
খ্রিস্টাব্দ

টি-টোয়েন্টি লিগ

পাঁচ মাস পর খেলায় ফিরছেন তামিম ইকবাল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ১.৪৭ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ১.৪৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 352083 জন

  • নিউজটি দেখেছেনঃ 352083 জন
পাঁচ মাস পর খেলায় ফিরছেন তামিম ইকবাল

গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের সময় মাঠেই হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। তৎক্ষণাত কঠিন পরিস্থিতি সৃষ্টি হলেও উন্নত চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন দেশের সাবেক এই ক্রিকেটার। এখন তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন।


বিসিবি পরিচালক ও তামিমের চাচা আকরাম খান জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি আসরে খেলবেন তামিম। জাতীয় লিগের এই টি-টোয়েন্টি সংস্করণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকে বগুড়া, রাজশাহী ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।


আকরাম খান বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়া তামিম, মাহমুদউল্লাহ এবং সীমিত সংস্করণ ছেড়ে দেওয়া মুশফিকুর রহিম সবাই এই আসরে অংশগ্রহণ করবেন। তামিমের সঙ্গে কথা হয়েছে, সে নিশ্চিত খেলবে।”


রাজশাহী বিভাগের মুশফিকুর রহিম এবার সিলেট বিভাগের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান আকরাম।


জাতীয় লিগের কুড়ি ওভারের ম্যাচ ফি বৃদ্ধি করে ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা করা হয়েছে বলে জানান বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | ক্রীড়াঙ্গণ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ১.৪৭ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ১.৪৭ পূর্বাহ্ন