ঢাকা
খ্রিস্টাব্দ

মাদারীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১১.০৫ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১১.০৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 294894 জন

  • নিউজটি দেখেছেনঃ 294894 জন
মাদারীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরে আসন্ন ১২ অক্টোবর-২০২৫ সারাদেশে টাইফয়েড প্রতিরোধক টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে। 


এ উপলক্ষে, সোমবার(১৮আগস্ট) সকালে মাদারীপুর পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে পৌরসভা মিলনায়তনে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর পৌরসভার প্রশাসক মুহাম্মদ হাবিবুল আলম (উপসচিব)। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মোঃ সরোয়ার আব্দুল্লাহ্"এছাড়া বক্তব্য দেন, পৌরসভার মেডিকেল অফিসার ডা.হরষিত বিশ্বাস।  ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবিএম গোলাম সরোয়ার, শিক্ষক প্রতিনিধি মাহবুব হাসান রিপন প্রমুখ।


বক্তারা জানান, আগামী অক্টোবর-২০২৫ হতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের মাঝে টাইফয়েড টিকা প্রদান করা হবে। সঠিক চিকিৎসা না হলে টাইফয়েড জ্বর প্রাণঘাতী হতে পারে বলে তারা সতর্ক করেন। তবে এই টিকা গ্রহণ করলে শিশুরা টাইফয়েড জ্বর থেকে দীর্ঘমেয়াদী সুরক্ষা পাবে বলে উল্লেখ করেন তারা।


অবহিতকরণ সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রায় একশত প্রতিনিধি অংশ নেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১১.০৫ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১১.০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ