ঢাকা
খ্রিস্টাব্দ

তিতাসে জমি বিক্রির বায়না নিয়ে রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস (কুমিল্লা)
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ৯.১৯ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ৯.১৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 228851 জন

  • নিউজটি দেখেছেনঃ 228851 জন
তিতাসে জমি বিক্রির বায়না নিয়ে রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

 কুমিল্লার তিতাসে এক বিধবা নারীর স্বামীর কাছ থেকে জমি বিক্রির নামে বায়না নিয়ে রেজিষ্ট্রি না দেওয়ার অভিযোগ সৌদি প্রবাসী এক যুবক ও তার পরিবারের বিরুদ্ধে।


ঘটনাটি ঘটেছে উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর মধ্য পাড়া গ্রামে।মজিদপুর গ্রামের মরহুম অলিল আহমেদ এর স্ত্রী মোসা: সাহেদা আক্তার একই গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী যুবক জাকির হোসেন ও তার পরিবারের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন।


এছাড়াও বিধবা নারী ও তার পরিবারের সদস্যদের অভিযোগ আছে জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তার স্বামী অলিল  আহমেদকে পানীয় নেশা দ্রব্যের সঙ্গে বিষ মিশিয়ে পান করিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।


শুরবার (২৯ আগষ্ট) সরেজমিনে গিয়ে জানা যায়, মৃত্যুর এক মাস আগে অলিল আহমেদ প্রবাসী যুবক জাকির হোসেনের মা জাহানারা বেগমের কাছ থেকে এক শতাংশ জমি ক্রয় বাবদ বায়না করেন।


জমিটি কেনা সংক্রান্ত বিষয়ে জামেলা সৃষ্টি হলে স্থানীয় সামাজিক বিচার সালিসির মাধ্যমে গ্রামের মরহুম ইয়াসিন মেম্বার ও বাবুল মেম্বারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দুই লক্ষ বিশ হাজার টাকায় জমির দাম নির্ধারিত হয় এবং বায়না হিসেবে অলিল ৫০ হাজার টাকা ইয়াসিন মেম্বারের মাধ্যমে জাকির হোসেনের মা জাহানারা বেগমকে বুজিয়ে দেন।


পরে বাকি টাকা পরিশোধ করে জমির বায়না দলিল করার কথা থাকলেও তা আর সম্পন্ন হয়নি, যা নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয় বলে জানান স্থানীয় এলাকাবাসী ও বিচারে উপস্থিত থাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এছাড়াও অলিল মারা যাওয়ার কিছুদিন পর স্থানীয় পরশ আলীর স্ত্রী জাহানারা বেগম নাকি জায়গা সংক্রান্ত বিষয়ে কথা উঠলে একটি দোকানে উপস্থিত লোকজনের সামনে বলে ফেলেন, "একটারে খাইছি, আরেকটারে খামু।"এতে হতভম্ব হয়ে যান উপস্থিত লোকজন।


চাঞ্চল্যকর এমন স্বীকারোক্তির পরই গ্রামে গুঞ্জন উঠে অলিল হত্যাকান্ডের।


এঘটনায় নিহত অলিল আহমেদ এর স্ত্রী সাহেদা আক্তার(৩১) বাদী হয়ে ৯জনের নাম উল্লেখ্য করে জেলা আদালতে একটি হত্যা মামলাও দায়ের করেছেন।


এবিষয়ে অভিযুক্ত জাহানারা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা অলিল আহমেদকে মারিনি, তিনি স্ট্রোকে মারা গেছেন। তারা আদালতে একটি মিথ্যা হত্যা মামলাও দায়ের করেছেন আমাদের বিরুদ্ধে। জমি আমার ছেলে জাকিরের নামে সে বিদেশ থাকে। অলিল ও তার পরিবারের লোকজন জোরপূর্বক গ্রাম্য বিচার সালিসির মাধ্যমে জমিটি ক্রয়ের জন্য আমাকে বায়না দেন। জমি কি আমার নামে, আমি কেমনে জমি দিমু। আমাকে ৫০ হাজার টাকা ইয়াছিন মেম্বার দিয়েছিল সেই টাকা আমি তাকে পরবর্তীতে ফেরত দিয়ে দিছি। তারা আমাদের নামে মিথ্যা বলছে এর বিচার আল্লাহ করবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস (কুমিল্লা)
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ৯.১৯ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ৯.১৯ অপরাহ্ন