ঢাকা
খ্রিস্টাব্দ

শেকৃবি শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে আগারগাঁও অবরোধ, যান চলাচল স্থবির

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২.৪৭ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২.৪৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 232986 জন

  • নিউজটি দেখেছেনঃ 232986 জন
শেকৃবি শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে আগারগাঁও অবরোধ, যান চলাচল স্থবির
- তিন দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


তিন দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টা থেকে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে এই ‘ব্লকেড’ কর্মসূচি শুরু হয়। এর ফলে আগারগাঁওসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি দেখা দিয়েছে।


বুধবার (২৭ আগস্ট) রাতে এক আলোচনাসভা শেষে কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ফেসবুক গ্রুপে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়। এর আগে, প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছিল শেকৃবির শিক্ষার্থীরা।


তাদের তিন দফা দাবি হলো:


১. কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের পদগুলো (যেমন উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) শুধুমাত্র কৃষিবিদদের জন্য সংরক্ষিত রাখতে হবে।

২. বিএডিসিতে কোটা বাতিল করে, শুধুমাত্র নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদেরই ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ দিতে হবে।

৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে কারো নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহারের সুযোগ থাকবে না—এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।


এদিকে, একই দিনে দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। তবে জনদুর্ভোগ এড়াতে শাহবাগ মোড় অবরোধ থেকে বিরত রয়েছে প্রকৌশল শিক্ষার্থীরা।


শেকৃবি শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে কর্মসূচি আরও কঠোর করা হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২.৪৭ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২.৪৭ অপরাহ্ন