ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে ভ্রাম্যমান আদালতের অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ৯.৫৪ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ৯.৫৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 234574 জন

  • নিউজটি দেখেছেনঃ 234574 জন
শিবচরে ভ্রাম্যমান আদালতের অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের শিবচরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।


বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে পৌরসভার বুদ্ধিজীবী চত্বর থেকে ৭১ সড়ক শ্যামলীর মোড় পর্যন্ত ভ্রাম্যমান অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এবং পৌর প্রশাসক শাইখা সুলতানা। ও শিবচর থানার একটি টিম।


অভিযানে পৌরসভার ব্যবসায়ীদের আগে থেকেই অবৈধ স্থাপনা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জিনিসপত্র ফুটপাত দখল মুক্ত করতে সাতদিনের মধ্যে সরানোর জন্য নোটিশ প্রদান করা হয়েছিল। কিন্তু নোটিশ পাওয়ার সাত দিন পরেও ব্যবসায়ীরা উক্ত জিনিসপত্র ফুটপাত থেকে সরানোর কোন পদক্ষেপ নেননি। 

তাই সরকারের নির্দেশনা মতে, এই অবৈধ ফুটপাত দখল ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 


উচ্ছেদ অভিযানে ফুটপাত দখল করে কাঠের বেঞ্চ, ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডসহ সকল ধরনের অবৈধ জিনিসপত্র অবসান করা হয়। 

ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সরকারি সম্পত্তি দখল করে গড়ে ওঠা বিভিন্ন পাকা এমারত হামার ও সাফল দিয়ে ভেঙ্গে ফেলা হয়। 


এছাড়াও খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা ও কঠোরভাবে সতর্ক প্রদান করা হয়। 


ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শাইখা সুলতানা তিনি বলেন, সরকারি নির্দেশনা মতে সারাদেশে এই অভিযান পরিচালিত হচ্ছে আজকে সকল ব্যবসায়ীকে সতর্ক ও ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

কোনভাবে সরকারি সম্পত্তির দখল করে ব্যবসা পরিচালনা করা চলবে না । এই অভিযান চলমান থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ৯.৫৪ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ৯.৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ