ঢাকা
খ্রিস্টাব্দ

জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ, ফলাফলের অপেক্ষা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৪.০৮ অপরাহ্ন

আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৪.১৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 146094 জন

  • নিউজটি দেখেছেনঃ 146094 জন
জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ, ফলাফলের অপেক্ষা
ছবি- ইন্টারনেট।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। এখন শুধু অপেক্ষা ফলাফল ঘোষণার। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।


বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আজ দুপুর আড়াইটার দিকে সিনেট ভবনে ভোট গণনা সম্পন্ন হয়েছে। এখন চূড়ান্ত ফলাফল প্রস্তুতের কাজ চলছে।”


এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাতেই ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর ভোট গণনা শুরু হয়।


ভোট গণনা টানা শুক্রবার বিকেল পর্যন্ত চলার পর নির্বাচন কমিশন গণনা সাময়িকভাবে বন্ধ রেখে একটি জরুরি বৈঠকে বসে। এরপর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুনরায় গণনা শুরু হয়।


নির্বাচন কমিশন শুরুতে শুক্রবার রাতে  ফলাফল ঘোষণার কথা জানালেও পরে সময় বাড়িয়ে আজ শনিবার সন্ধ্যায় ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয়।


নির্বাচনের ফলাফল জানতে অধীর অপেক্ষায় রয়েছে প্রার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | ক্যাম্পাস
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৪.০৮ অপরাহ্ন
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৪.১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ