ঢাকা
খ্রিস্টাব্দ

সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1923649 জন

  • নিউজটি দেখেছেনঃ 1923649 জন
সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার
ছবি : সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ক্যানেলপাড়া গ্রামে অভিযান চালিয়ে এজাজুল হক বাবু (২৮) নামে এক যুবককে সাড়ে ছয় কেজি হেরোইনসহ গ্রেফতার করে পুলিশ। উপজেলার দিয়াড় মানিকচক গ্রামে তার বাড়ি। বাবার নাম মৃত আবদুল লতিফ।


সোমবার রাত ৩টার দিকে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়। 


অভিযানের পর মঙ্গলবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান। তিনি জানান, অভিযানের সময় মুনিরুল ইসলাম (৪০) নামে আরেক মাদক কারবারি পালিয়েছেন। তার বাড়িও দিয়াড় মানিকচক গ্রামে। 


তিনি আরও বলেন, ডিবি পুলিশ বাবুর কাছে থাকা ব্যাগের ভেতর থেকে ১৩ প্যাকেট হেরোইন উদ্ধার করে। এগুলোর ওজন সাড়ে ছয় কেজি। এর মূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা। দীর্ঘ সময়ের মধ্যে এটিই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জব্দ হওয়া সবচেয়ে বড় হেরোইনের চালান।


এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় দুজনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। বাবুর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা আছে। গত ২৬ মার্চ মামলাটি হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন